General Notice
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সংক্রান্ত সকল যন্ত্রপাতির গুনগত মান নিশ্চিতকরণ, সংরক্ষণ, সার্ভিসিং এবং রক্ষণাবেক্ষণের জন্য আইসিটি উপকরণ চাহিদা এবং ক্রয় আইসিটি সেলের সহায়তায় সম্পন্ন করাতে হবে
Date : 23 Sep 2025 - 31 Dec 2025
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সংক্রান্ত সকল
যন্ত্রপাতির গুনগত মান নিশ্চিতকরণ, সংরক্ষণ, দ্রুত সার্ভিসিং এবং পরবর্তীতে রক্ষণাবেক্ষণের
জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অনুমোদিত আইসিটি সেলের নীতিমালা অনুযায়ী আইসিটি উপকরণ
(কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, প্রজেক্টরসহ সকল আইটি ডিভাইস) চাহিদা এবং ক্রয় আইসিটি
সেলের সহায়তায় সম্পন্ন করাতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ/দপ্তরের নিজস্ব বাজেট
থাকা সাপেক্ষে আইসিটি সেলের হার্ডওয়্যার শাখা সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করবে। আইসিটি
সেল সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করে প্রাক্কলন তৈরি করে বিধিমোতাবেক প্রয়োজনীয় প্রশাসনিক
অনুমোদন গ্রহণসহ সরবরাহকারী হতে মালামাল গ্রহণের পর যাচাই-বাছাই ও বিভিন্ন টেস্টিং
শেষে যন্ত্রপাতিসমূহ সংশ্লিষ্ট বিভাগ/দপ্তরে হস্তান্তর করবে। তাই সকল বিভাগ/ দপ্তরকে
এ বিষয়ে আইসিটি সেলের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।