শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ঢাকা গেস্ট হাউস ব্যবস্থাপনা সহজ করতে নতুন সফটওয়্যার চালু করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল, ২০২৫) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে তার কার্যালয়ের কনফারেন্স রুমে “SUST গেস্ট হাউস বুকিং সিস্টেম” সফটওয়্যারটি উপস্থাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ঢাকা গেস্ট হাউসের বুকিং প্রক্রিয়া সহজ ও প্রযুক্তিনির্ভর করতে সফটওয়্যারটি তৈরি করা হয়। এর কার্যপ্রণালী ও বুকিং সংশ্লিষ্ট বিষয়গুলো উপস্থাপন করেন Infancy IT প্রতিষ্ঠানের কর্ণদ্বার ইঞ্জিনিয়ার মো. আবু শাহরিয়ার রাতুল।
সফটওয়্যারটির কার্যকারিতা পর্যবেক্ষণের জন্য আগামী এক সপ্তাহ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলকে ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন ভাইস চ্যান্সেলর। এরপর তা অনুমোদনের জন্য বিবেচিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আহমদ কবির চৌধুরী, কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রিজওয়ান আহমেদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক এবং ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন।
Copyright © SUST, 2025