News and Events

শাবিপ্রবিতে Data Analysis Using SPSS and Scientific Writing - শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Date : 22 Apr 2025

আজ মঙ্গলবার (২২ এপ্রিল, ২০২৫) বিকাল সাড়ে ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্স সেন্টারের আয়োজনে Data Analysis Using SPSS and Scientific Writing - শীর্ষক কর্মশালা রিসার্স সেন্টারের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, উন্নত গবেষণার জন্য সঠিক উপাত্ত বিশ্লেষণ ও বৈজ্ঞানিকভাবে তা উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের কর্মশালা আপনাদের গবেষণা দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। আমি কর্মশালার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।"


বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, "বর্তমান যুগে ডেটা অ্যানালাইসিস একটি অপরিহার্য বিষয়। একাডেমিক এবং প্রফেশনাল গবেষণায় SPSS-এর মতো সফটওয়্যারের ব্যবহার শিখে নেয়া খুবই জরুরি।"


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। কর্মশালাটি সঞ্চালনা করেন রিসার্চ সেন্টারের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ওহিদ উল্যা। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৮০ জনের অধিক শিক্ষক অংশগ্রহণ করেন।