News and Events

শাবিপ্রবিতে ১১ তলা বিশিষ্ট একটি শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার ও ৬ তলা বিশিষ্ট স্কুল ভবনের চুক্তি স্বাক্ষর সম্পন্ন

Date : 21 Apr 2025

আজ সোমবার (২১ এপ্রিল, ২০২৫) বিকাল ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে ১১ তলা বিশিষ্ট একটি শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার ও ৬ তলা বিশিষ্ট স্কুল ভবনের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। 


চুক্তিপত্র স্বাক্ষরকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী কাজের গুণগতমান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। 


বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান প্রকৌশলী ও প্রজেক্ট ডাইরেক্টর মো. জয়নাল ইসলাম চৌধুরী। অপর দিকে ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ আলী বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম চুক্তিতে স্বাক্ষর করেন। 


১১ তলা বিশিষ্ট একটি শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার এর নির্মাণ ব্যয় চুক্তিমূল্য ৩৬ কোটি ৩৩ লাখ টাকা এবং ৬ তলা বিশিষ্ট স্কুল এর নির্মাণ ব্যয় চুক্তিমূল্য ২৯ কোটি ৩১ লাখ টাকা। আগামী ১৮ মাসের মধ্যে শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার এবং ২০ মাসের মধ্যে স্কুলের নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য চুক্তিতে উল্লেখ করা হয়। 


এসময় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।