News and Events

ত্রিশের উৎসাহে : বর্ষব্যাপী উল্লাসে

Date : 23 Jun 2020

বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্নে প্রিয় অরুণ কুমার বসাক স্যারের হাত ধরে আমাদের পদার্থবিজ্ঞান বিভাগ গুটি গুটি পায়ে যাত্রা শুরু করে। এ যাত্রাপথে পরিচিত মুখগুলি যেমন হঠাৎ হারিয়ে যায় তেমনি আবার শুরু হয় নতুনের পদচারণা। এ আসা যাওয়ার খেলায় ত্রিশ বছর পর নেওয়া হচ্ছে ছোট্ট একটি প্রয়াস অতীত ও বর্তমানকে একত্রিত করার, সাথে পথ তৈরি করা ভবিষ্যতের জন্যেও। সকলে মিলে এক হব, এই আশাতেই ত্রিশ বছর বয়সে এই বিভাগ আয়োজন করতে যাচ্ছে বর্ষব্যাপী অনুষ্ঠানমালার যাতে পুরো বছর জুড়ে থাকবে ছোট ছোট কিছু আয়োজন। এরই ধারাবাহিকতায় জানুয়ারিতে অনুষ্ঠিত হবে একটি সুবৃহৎ অনুষ্ঠান ‘সম্মিলন’।

Learn more