আজ ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ তারিখ সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি)- এর আয়োজনে “Hands-on training on Systematic Reviews and Meta Analysis”- শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, গবেষণায় শাবিপ্রবি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এগিয়ে। কারণ আমাদের অনেক বিশ্বমানের গবেষক আছেন। এই অগ্রগতি ধরে রাখার জন্য আমাদের আরও ভালো মানের গবেষণা করতে হবে। এছাড়াও তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য আমরা প্রফেসর মোস্তাফিজুর রহমানকে (সিঙ্গাপুর) ডিস্টিংগুইসড প্রফেসর হিসেবে নিয়োগ দিতে চাচ্ছি। এব্যাপারে ইউজিসি আমাদের যথাযথ ভাবে সাহায্য করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মুহসিন আজিজ খান এবং রিসোর্স পার্সন হিসেবে ছিলেন শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ জামাল উদ্দিন।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke