News & Events

শাবিপ্রবিতে Project Management and Procurement Management বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

Date : 19 Aug 2023

আজ ১৯ আগস্ট, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশন্যাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে Training on Project Management and Procurement Management শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজের গুণগত মান বজায় রাখতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমেই জনশক্তিকে দক্ষ হিসেবে গড়ে তোলা সম্ভব। এছাড়াও তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ৯৯% কাজ ডি-নথির অন্তর্ভুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন বলেন, কাজের গুণগত মান বজায় রাখতে প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের পর দক্ষতার সাথে যারা কাজ করবে তাঁরাই দীর্ঘসময় কর্মক্ষেত্রে থাকতে পারবে। যারা মান বজায় রেখে কাজ করবে বিশ্ববিদ্যালয় তাদের পুরষ্কৃত করবেন। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. ইশরাত ইবনে ইসমাইল ও ড. মো. মাহবুবুল হাকিম। তাছাড়া, রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা) জনাব মুহাম্মদ জহুরুল ইসলাম এবং উপসচিব (পরিকল্পনা-৩) জনাব আহমেদ শিবলী।