News and Events

প্রয়োজনীয় খাদ্য ও কোমলপানীয় সামগ্রী সরবরাহের আধুনিক ভেন্ডিং মেশিন শুভ উদ্বোধন

Date : 27 Nov 2023

আজ ২৭, নভেম্বর, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এ দুপুর ১২ টায় শাহপরান হলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় খাদ্য ও কোমলপানীয় সামগ্রী সরবরাহের আধুনিক ভেন্ডিং মেশিন শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আধুনিক, শিক্ষার্থীবান্ধব এবং স্মার্ট বিশ্ববিদ্যালয় গঠণের অংশ হিসেবে আজ আবাসিক হলে ভেন্ডিং মেশিন উদ্বোধন করা হয়েছে। এখন থেকে যে কোনো সময় শিক্ষার্থীরা খাদ্য ও কোমলপানীয় নির্দিষ্ট অর্থের বিনিময়ে সরবরাহ পাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে ডাইনিং এ সুলভ মূল্যে খাবার এবং নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করেছে। শিক্ষার্থীদের নিরাপদ পানি সরবরাহের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লাট নির্মাণ করা হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে সকল আবাসিক হলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, শাহপরান হলের প্রভোস্ট প্রভেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান খান, কর অঞ্চল সিলেটের কর কমিশনার সৈয়দ জকির হোসেন। এ সময় বিভিন্ন হলের প্রভোস্ট, ইন্সটিটিউটের পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।