News & Events

e-Resource Usages and Services of Central Library, SUST- শীর্ষক কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Date : 28 Nov 2023

আজ ২৮ নভেম্বর ২০২৩ তারিখ সকাল ৯ টা ৩০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এ সাস্ট রিসার্চ সেন্টারের কম্পিউটার ল্যাবে কেন্দ্রীয় গ্রন্থাগারের আয়োজনে e-Resource Usages and Services of Central Library, SUST- শীর্ষক কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবেষকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে গবেষণা বাজেট ৮ কোটি ৫০ লাখ টাকা বরাদ্ধের পাশাপাশা গবেষণার অন্যতম হাতিয়ার ডিজিটাল লাইব্রেরি প্রতিষ্ঠা করেছে। ডিজিটাল লাইব্রেরির বিশাল জ্ঞানের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ই-রিসোর্চ ব্যবহারে দক্ষ হতে হবে। আর দক্ষতা বৃদ্ধিতে আজকের এই আয়োজন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান প্রফেসর ড. মো. আজিজুল বাতেন এবং সঞ্চালনা করেন ডেপুটি লাইব্রেরিয়ান মতিউর রহমান। কর্মশালায় ফিজিক্যাল সাইন্সেস অনুষদের ৩০ এর অধিক শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।