আজ ৩০ নভেম্বর, ২০২৩ তারিখ বেলা ১১ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর মিনি অডিটরিয়ামে স্কুল অব এপ্লাইড সাইন্সেস এন্ড টেকনোলজির আয়োজনে ডিন'স এওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স- ২০২২ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গতবছর বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে এ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ৪৮২টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে যা সত্যিই গর্বের এবং আনন্দের। একটি পরিপূর্ণ শিক্ষা ও গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় গঠনে গবেষণা বরাদ্ধ ১০ গুন বৃদ্ধিসহ গবেষণার স্বীকৃতি স্বরুপ ডিন'স এওয়ার্ড চালু করা হয়েছে। আমি বিশ্বাস করি আজকের যারা এওয়ার্ড পেয়েছেন তাঁরা সকলে আগামীদিনে আরো গবেষণা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব এপ্লাইড সাইন্সেসএন্ড টেকনোজলির ডিন প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. জহুরুল ইসলাম । এ বছর তিনটি ক্যাটাগরিতে স্কুল অব এপ্লাইড সাইন্সেস এন্ড টেকনোলজির গবেষকদের ডিন'স এওয়ার্ড প্রদান করা হয়। ক্যাটাগরি ২ তে Bangla Speech Emotional and Cross-Lingual Study Using Deep CNN and BLSTM networks শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য প্রফেসর ড. সাদিয়া সুলতানা এবং তাঁর কো-অথোরদের ডিন'স এওয়ার্ড প্রদান করা হয়। ক্যাটাগরি ৩ তে A Comparative Study of Heavy Metal Exposure Risk from Consumption of Some Common Species of Cultured and Captured Fishes of Bangladesh শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য প্রফেসর ড. মোহাম্মদ রুজলান হাবীব এবং গবেষণা প্রবন্ধের কো-অথোরদের ডিন'স এওয়ার্ড প্রদান করা হয়। কো-অথোর প্রফেসর ড. মো. মোজাম্মেল হক প্রফেসর ড. মোহাম্মদ রুজলান হাবীবের পক্ষে এওয়ার্ড গ্রহন করেন। ক্যাটাগরি ৪ এ Critical Barriers to Industry 4.0 Adoption in Manufacturing Organisations and Their Mitigation Strategies শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য প্রফেসর ড. আহমেদ সায়েম এবং তাঁর কো-অথোরদের এওয়ার্ড প্রদান করা হয়।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke