আজ ৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট -এ বেলা ১১টায় প্রশাসন ভবনের সভাকক্ষে বার্ষিক প্রতিবেদন ২০২২-২৩ প্রকাশনার মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অংশ হিসেবে আমরা গতবছরের মত এ বছরও বার্ষিক প্রতিবেদন ২০২২-২০২৩ প্রকাশ করতে যাচ্ছি। আমরা বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়নের মানদণ্ডে ২য় অবস্থানে রয়েছি। আগামী বছর ১ম হওয়ার লক্ষ্যে কাজ করে যেতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে আমরা আমাদের লক্ষ্যে পৌছাতে পারবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বার্ষিক প্রতিবেদন প্রকাশনা কমিটির আহবায়ক প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. চন্দ্রানী নাগ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মাহবুবুল হাকিম, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আবু সাইদ আরেফিন খান, প্রফেসর ড. মোহাম্মদ বেলাল আহমেদ, চীফ ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ড. মো মমিনুল হক, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোর্শেদ আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, হিসাব পরিচালক ভারপ্রাপ্ত সোহেল উদ্দিন আহমেদ,ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, অফিসার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক সায়েম তালুকদার, ডেপুটি রেজিস্ট্রার ড. আবুল ফজল মো. সালাউদ্দিন।
Copyright © 2025