শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা আগামী ২০ অক্টোবর শুরু হবে। বিভাগগুলো পৃথক পৃথকভাবে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে। তবে ১৯ নভেম্বর, ২০২৪ তারিখের মধ্যে পরীক্ষা কার্যক্রম শেষ করতে হবে। নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আজ ২৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বিকাল ৫টা ১৫ মিনিটে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আগামী ৮ অক্টোবর, ২০২৪ তারিখ ছাত্রদের আবাসিক হল খোলে দেয়া হবে। নীতিমালার আলোকে ৮-১৫ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। সভার শুরুতেই জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শোক প্রকাশ করা হয় এবং আহতের সুস্থতা কামনা করা হয়। নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনকে সিন্ডিকেট সদস্যবৃন্দ অভিনন্দন জানান। এর আগে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke