News & Events

ডি - নথি বিষয়ক প্রশিক্ষণ ( ২য় ধাপ)অনুষ্ঠিত

Date : 13 Dec 2023

আজ ১৩ ডিসেম্বর, ২০২৩ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট- এ বেলা ১০টা ৩০ মিনিটে ড. এম এ ওয়াজেদ আলী আইআইসিটি ভবনের ২০১ ও ২০৩ নম্বর কক্ষে ডি - নথি বিষয়ক প্রশিক্ষণ ( ২য় ধাপ)অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ । সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, পেপারলেস অফিস সৃষ্টি করতে ডি-নথি বাস্তবায়ন জরুরী। বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে আমরা ২য় অবস্থান থেকে ১ম অবস্থানে পৌছাতে ডি-নথি বাস্তবায়ন করতে হবে। আমরা আশা করি বিজয়ের মাসে এ বিশ্ববিদ্যালয়ের ৮০ভাগ কাজ ডি- নথির মাধ্যমে সম্মাদনের প্রয়োজনীয় সকল ব্যবস্থা ডি-নথি বাস্তবায়ন কমিটি গ্রহন করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম প্রশিক্ষণে বিভিন্ন বিভাগ ও দপ্তরের ৭০ এর অধিক শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডি-নথি বাস্তবায়ন কমিটি ২০২৩-২০২৪ এর আহবায়ক প্রফেসর মোহাম্মদ মাসুম এবং সঞ্চালনা করেন ডি-নথি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব চীফ ইন্সট্রুমেন্ট ইঞ্জিনয়ার ড. খন্দকার মমিনুল হক।