প্রেসবিজ্ঞপ্তি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আজ ১৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং সন্ধ্যায় শহিদ বুদ্ধিজীবী স্মরণে মোমবাতি প্রজ্জ¦লন। সকাল ৯.০০ টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি সকাল ৯.২০ মিনিটে ক্যাম্পাসে কেন্দ্রীয় শহিদ মিনারে এবং সকাল ১০.০০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম ও সদস্য সচিব ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী প্রমুখ উপস্থিত ছিলেন। ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধাঞ্জলির পর শিক্ষক সমিতি, ডিন’স ফোরাম, অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন হল প্রশাসন, ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ করে। পরে সকাল ১০.৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে শহিদ বুদ্ধিজীবী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আজকের এই দিনে একাত্তরের পরাজিত শক্তিরা নিশ্চিত পরাজয় বুঝতে পেরে জাতিকে মেধা ও নেতৃত্ব শূণ্য করতে নৃশংস ও নির্বিচারে হত্যা করে এদেশের বুদ্ধিজীবী সূর্য সন্তানদের। আমাদেরকে বুদ্ধিজীবী হারানোর শোককে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যেতে হবে। মনে রাখতে হবে পাকিস্তানী পরাজিত শক্তিরা এখনো আমাদের মধ্যেই ঘাপটি মেরে আছে । তাদের অপচেষ্টা রুখে দিতে আমাদের সকলকে সর্বদা সজাগ থাকতে হবে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. চন্দ্রানী নাগ। শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মো. মস্তাবুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাজহারুল হাসান মজুমদার, প্রফেসর ড. তুলসি কুমার দাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেলের পরিচালক প্রফেসর ড. আবদুল গণি, প্রফেসর ড. মো. ফারুক উদ্দিন, শাবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মুর্শেদ আহমেদ, সহায়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জনাব মো. ফয়সাল খান, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সাদেক আহমদ, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে খলিলুর রহমান, সজিবুর রহমান, সুমন মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke