News and Events

শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সাথে জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

Date : 01 Oct 2024

আজ মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুর ১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভাইস চ্যান্সেলর মহোদয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সরকারি অর্থায়নে জেলা প্রশাসন কর্তৃক বৃত্তি চালু করার বিষয়ে আলোচনা করেন। এছাড়া হযরত শাহজালাল (র.) স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে একটি কর্নার স্থাপনের বিষয়ে তাদের সহযোগিতা কামনা করেন। এসময় প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মো. আল-জুনায়েদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার মো. ওমর সানী আকন উপস্থিত ছিলেন ।