আজ ২৪ জানুয়ারি , ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এ বিকাল ৪ টায় শারীরিক শিক্ষা দপ্তরেের আয়োজনে বাস্কেটবল গ্রাউন্ডে আন্তবিভাগ বাস্কেটবল প্রতিযেগিতা - ২০২৪ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি অংশগ্রহণকারী সকল দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, খেলাধুলার আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা তৎপর। কারন আমরা বিশ্বাস করি খেলাধুলার মাধ্যমেই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, আইআইসিটির পরিচালক প্রফেসর ড. মো. জহিরুল ইসলাম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শামীম আরা বেগম, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সৌউদ বিন আম্বিয়া প্রমুখ। ফাইনাল খেলায় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ রসায়ন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
Copyright © 2025