আজ ৩১ জানুয়ারি ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি) সিলেট -এ বেলা ১১ টায় মিনি অডিটরিয়ামে শাবিপ্রবির প্রথম উপাচার্য ও প্রকল্প পরিচালক ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীর স্মরণে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। সভাপতির বক্তব্যে ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীকে স্মরণ করে কোষাধ্যক্ষ বলেন, “আজকের যে শাহজালাল বিশ্ববিদ্যালয় তার ভিত্তিপ্রস্তর সুদৃঢ় করেছিলেন ড. ছদরুদ্দিন আহমেদ স্যার। তিনি তার দূরদৃষ্টির মাধ্যমে দক্ষ শিক্ষক দ্বারা তিনটি বিভাগ চালু করেন । তারই ধারাবাহিকতায় আজ শাবি সুনামের সাথে এগিয়ে চলছে।” এময় ড. ছদরুদ্দিন আহমেদের আত্মার মাগফেরাত কামনা করেন কোষাধ্যক্ষ। এর আগে ড. ছদরুদ্দিন আহমদ চৌধুরীর জীবন বৃত্তান্ত পাঠ করেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া খানম। স্মারক বক্তব্যে প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এম. ইসমাইল হোসেন। ড. ছদরুদ্দিন আহমদ কে একই সাথে বরেণ্য শিক্ষক, পদার্থবিদ, সংগঠক বলে উল্লেখ করেন এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান তুলে ধরেন। এসময় তিনি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ( এআই) এর ইতিবাচক ও নেতিবাচক বিষয় ও গরীব দেশগুলোর উপর এর নেতিবাচক প্রভাব কেমন পড়বে তা তুলে ধরেন। বক্তব্যের শেষ বিভিন্ন প্রশ্নের জবাব দেন ড. এম ইসমাইল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো শাহ আলম, প্রফেসর ড. নাজিয়া চৌধুরী,। এ সময় বিভিন্ন বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো.ফজলুর রহমান উপস্থিত ছিলেন ।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke