News & Events

শাবিপ্রবিতে স্পোর্টস সাস্ট’ এর ‘ফুটবল চেলেঞ্জ-২৪’ এর ট্রফি উন্মোচন

Date : 06 Feb 2024

শাবিপ্রবিতে স্পোর্টস সাস্ট’ এর ‘ফুটবল চেলেঞ্জ-২৪’ এর ট্রফি উন্মোচন আজ ৬ ফেব্রয়ারি ২০২৪ তারিখ বেলা ১ টায় শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা বিষয়ক সংগঠন ‘স্পোর্টস সাস্ট’ এর আয়োজনে ‘ফুটবল চেলেঞ্জ-২৪’ টুর্নামেন্টের উদ্বোধন ও ট্রফি উন্মোচন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডের মুক্তমঞ্চে এই ফুটবল টুুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও রঙিন বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কবির হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন ও স্পোর্টস সাস্টের উপদেষ্টা সহযোগী অধ্যাপক আফজাল হোসাইন। ট্রফি উন্মোচনকালে স্পোর্টস সাস্টের এই অসাধারণ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রো- ভাইস চ্যান্সেলর বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষ নিয়ামানুবর্তিতা, শিষ্ঠাচার ও শৃঙ্খলা শিখে। খেলাধুলা শরীরের ফিটনেস ও শরীর সুস্থ রাখে। এছাড়া খেলাধুলা শিক্ষার্থীদের মাদক সেবনসহ যাবতীয় খারাপ কাজ থেকে দূরে রাখে। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করার জন্য আহ্বান জানান।