News & Events

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Date : 12 Feb 2024

জ ১২ ফেব্রুয়ারি , ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এ সকাল ১০ টায় শারীরিক শিক্ষা দপ্তরেের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দিয় খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, খেলাধুলার আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা তৎপর। কারন আমরা বিশ্বাস করি খেলাধুলার মাধ্যমেই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। একজন খেলোয়ার কখনো মাদকাসক্ত হতে পারে না। একজন খেলোয়ার শারীরিক ও মানসিক প্রফুল্লতা অনুভব করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে। তাই পড়াশোনার পাশাপাশি আমরা শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করে থাকি। আমরা ইতোমধ্যে কেন্দ্রীয় খেলার মাঠ প্রশস্ত করন এবং হ্যান্ডবল মাঠ সংস্কারের কাজ শুরু করেছি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সৌউদ বিন আম্বিয়া প্রমুখ। আগামীকাল বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।