আজ ১৩ফেব্রুয়ারি , ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এ বিকাল ৪ টায় শারীরিক শিক্ষা দপ্তরেের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, খেলাধুলার কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেয়া হবে না। খেলাধুলায় অংশগ্রহণ করে মারামারি সংগঠিত করলে শিক্ষার্থী যে বিভাগের হবে সে বিভাগকে খেলাধুলা থেকে নিষিদ্ধ করা হবে এবং শিক্ষার্থীকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়াতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সৌউদ বিন আম্বিয়া প্রমুখ।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke