News and Events

আন্তবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Date : 15 Feb 2024

আজ ১৫ ফেব্রুয়ারি , ২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এ সকাল ৮.৩০ টায় শারীরিক শিক্ষা দপ্তরেের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ক্রিকেট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। আমাদের শিক্ষার্থীরা ক্রিকেট খেলা পছন্দ করে এবং যে কোনো ধরনের খেলাধুলা মন ও শরীরকে সতেজ রাখে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা খেলাধুলা আয়োজনে উৎসাহিত করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সৌউদ বিন আম্বিয়া প্রমুখ। প্রতিযোগিতায় বিভাগ ভিত্তিক ছেলেদের ২৮টি দল এবং মেয়েদের ২০ টি দল অংশগ্রহন করে। উদ্বোধনী খেলায় সমুদ্রবিজ্ঞান বিভাগ এবং জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগ অংশগ্রহণ করে।