News and Events

শাবিপ্রবিতে থ্যালাসেমিয়া আক্রান্ত দুই শিশুর চিকিৎসা সহায়তায় দশদিনব্যাপী চ্যারিটি বইমেলা উদ্বোধন ভাইস চ্যান্সেলরের

Date : 01 Dec 2025

আজ পহেলা ডিসেম্বর, ২০২৫ তারিখ, সোমবার সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর অর্জুন তলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশুর চিকিৎসা সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’এর আয়োজনে দশদিনব্যাপী চ্যারিটি বইমেলার উদ্বোধন করা হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে বই হাতে নিয়ে পড়ার প্রচলন অনেক কমে গেছে। তারা বর্তমানে পাঠ থেকে শুরু করে প্রায় সব কিছুতেই অনলাইন নির্ভর। ইন্টারনেটের সহজলভ্য ই-বুক পড়াকে আরও সহজ করে তুলেছে। তবু শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং আনন্দের। আশা করি, বইমেলা আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পরিসর বাড়াতে সহায়তা করবে।


বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বইমেলার আয়োজন সত্যিই প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ জাগ্রত করবে।


কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, এই বইমেলা শুধু জ্ঞানচর্চার ক্ষেত্র নয়, এটি মানবিক সহমর্মিতা ও সহযোগিতার চর্চারও সুযোগ করে দিচ্ছে। আশা করি, শিক্ষার্থীদের এই উদ্যোগে সমাজের প্রতি দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে।


উল্লেখ্য, জটিল রোগ থ্যালাসেমিয়া আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাসচালক মোহাম্মদ মনসুর এর দুই সন্তান। তাদের চিকিৎসার জন্য সহযোগিতা করতে এই চ্যারিটি বইমেলা আয়োজন করেছে ‘কিন’। বইমেলা ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এতে ২১টি প্রকাশনীর বই পাওয়া যাবে। বই বিক্রির লভ্যাংশ সরাসরি শিশুদের চিকিৎসায় ব্যয় হবে।