News and Events
উচ্চশিক্ষায় আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রসারে চীনের আন্তর্জাতিক সম্মেলনে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের অংশগ্রহণ
Date : 30 Nov 2025
সম্প্রতি চীনের গুয়াংঝোতে অনুষ্ঠিত ‘The 3rd Belt and Road Chinese University and Overseas Partner Exchange Conference’-এ অংশগ্রহণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
দুই দিনব্যাপী এই সম্মেলনে তিনি চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ারসহ বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পরিচালক ও নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এসব বৈঠকে আন্তর্জাতিক সহযোগিতা, যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জ এবং উচ্চশিক্ষায় একাডেমিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষকরে শাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য এমএস এবং পিএইচডি পর্যায়ে স্কলারশিপ ও বৃত্তির সুযোগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল চীন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি একাডেমিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করা।
গত ২৭ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনে
বিশ্বের ৫০টির বেশি দেশ থেকে প্রায় ১,৬০০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ সম্মেলনের আয়োজক ছিলেন গুয়াংজৌ মালিশা এডু কো. লি.। সহ-আয়োজক ছিলেন বেল্ট অ্যান্ড রোড চায়নিজ সেন্টার (বিআরসিসি), গুয়াংজৌ ইজি লিংক ইন্টারন্যাশনাল বিজনেস কনসালট্যান্সি কো. লি. এবং বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার।