News and Events

শাবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

Date : 19 Nov 2025

আজ বুধবার ১৯ নভেম্বর, ২০২৫ বিকাল সাড়ে ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এর উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। 


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।


উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস চ্যান্সেলর বলেন, খেলার মধ্যে হার-জিত থাকবে। পরাজিত হলে খেলোয়ার সুলভ মানসিকতা নিয়ে তা মেনে নিতে হবে। কোনক্রমেই মাঠে গোলযোগ সৃষ্টি করা যাবে না। খেলা পরিচালনার সাথে যুক্তদের নির্দেশ পুরোপুরিভাবে মানতে হবে এবং তাদের সহযোগিতা করতে হবে। 


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ-বিন-আম্বিয়া প্রমুখ।


উদ্বোধনী খেলায় ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সাথে ১-০ গোলে জয়ী হয়। আগামী ৩ ডিসেম্বর প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।