News and Events

আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়ে ভাইস চ্যান্সেলরের সাথে ‘সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অব এআইসিএইচই’র সৌজন্য সাক্ষাৎ

Date : 19 Nov 2025

আজ ১৯ নভেম্বর, ২০২৫ তারিখ, বুধবার বেলা ১২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অব এআইসিএইচই’।


প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আমেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স (এআইসিএইচই) আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট চ্যাপ্টার অ্যাওয়ার্ড ২০২৪-২০২৫ অর্জন করায় চ্যাপ্টারের সদস্যবৃন্দ ভাইস চ্যান্সেলরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।


সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক ও চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজর অধ্যাপক ড. সালমা আখতার, সিইপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ সালাতুল ইসলাম মজুমদার এবং চ্যাপ্টারের অন্যান্য সদস্যবৃন্দ।


উল্লেখ্য, বিশ্বের চার শতাধিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমিতসংখ্যক স্টুডেন্ট চ্যাপ্টারকে এই স্বীকৃতি প্রদান করা হয়। শিক্ষার্থীদের নেতৃত্ব, গবেষণামূলক কার্যক্রম, পেশাগত উন্নয়ন, সামাজিক সম্পৃক্ততা ও সামগ্রিক পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে এই পুরস্কার নির্ধারিত হয়। 


গত ২ নভেম্বর, ২০২৫ তারিখ যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত এআইসিএইচই অ্যানুয়াল স্টুডেন্ট কনফারেন্স ২০২৫-এ এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার প্রহণ করেন অধ্যাপক ড. সালমা আখতার।