News and Events

শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সাথে শাকসু নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ

Date : 29 Oct 2025

আজ ২৯ অক্টোবর, ২০২৫ তারিখ, বুধবার বিকেল সাড়ে ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ।


প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছের নেতৃত্বে নির্বাচন কমিশনারবৃন্দ ভাইস চ্যান্সেলরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।


সাক্ষাৎকালে ভাইস চ্যান্সেলর পুনঃপ্রণীত শাকসুর প্রবিধিটি নির্বাচন কমিশনের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।


তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের প্রতিটি পর্যায়ে নির্বাচন কমিশনকে সকল ধরণের সহযোগিতা প্রদান করবে। ভাইস চ্যান্সেলর স্বচ্ছতা, সততা ও নির্ভয়ে নির্বাচন সম্পন্ন করে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে উৎসাহিত করেন। 


সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন এবং রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির প্রমুখ।