News and Events

শাবিপ্রবিতে লাইফ সায়েন্সেস অনুষদের বিদায়ী ডিনের সংবর্ধনা ও নবনিযুক্ত ডিনের অভ্যর্থনা অনুষ্ঠিত

Date : 29 Oct 2025

আজ ২৯ অক্টোবর, ২০২৫ তারিখ, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর লাইফ সায়েন্সেস অনুষদের সদ্য বিদায়ী ডিন ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুনের বিদায়ী সংবর্ধনা এবং নবনিযুক্ত ডিন ও একই বিভাগের অধ্যাপক ড. 

মোহাম্মদ ফারুক মিয়ার অভ্যর্থনা অনুষ্ঠিত হয়। 


লাইফ সায়েন্সেস অনুষদের কার্যালয়ে ডিনস ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। 


বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।


প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী নতুন ডিনকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বিদায়ী ডিনের কর্মদক্ষতা ও অবদানের প্রশংসা করেন। বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। 


ডিনস ফোরামের আহবায়ক ও এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিমের সভাপতিত্বে এবং ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ এবং রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ সদ্য বিদায়ী ডিন ও নবনিযুক্ত ডিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট প্রদান করেন।