News and Events
জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫-এর শাবিপ্রবি পর্ব সম্পন্ন
Date : 07 Sep 2025
আজ রবিবার ৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল রাউন্ডের শাবিপ্রবি পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যদা) ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের জনাব ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পরিচালক তানভীর আলী।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যদা) বলেন, আজকের এই আয়োজনের জন্য শাবিপ্রবি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের নাগরিকদের সমস্যার সমাধান তরুণরাই দেখিয়ে দেবে। তরুণরা প্রযুক্তির রূপান্তর খুব ভালোভাবে বুঝি। আমরা যে নীতি বাস্তবায়ন করব তা যেন বিদ্যমান নীতিকে আরও গতিশীল করে। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব প্রতিষ্ঠা জরুরি। বিশ্ববিদ্যালয়গুলো এমন পথ দেখাবে যাতে শিক্ষার্থীরা একাডেমিক ও গবেষণাকে সমন্বয় করে এগিয়ে যেতে পারে।
সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের সম্মানিত অতিথিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বর্তমান বিশ্ব দ্রæত এআই-এর দিকে এগিয়ে যাচ্ছে। আর আমাদের শিক্ষার্থীরাও প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের প্রস্তুত করছে। বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬০টির মতো বিভিন্ন ক্লাব রয়েছে যেগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দক্ষতা ক্রমাগত উন্নত করছে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাজেদুল করিম বলেন, খুব অল্প সময়ের মধ্যে এ প্রোগ্রামটি আয়োজন করতে পেরে আমরা সত্যিই অভিভ‚ত। জুরি বোর্ডের সবাই পরিশ্রম করেছেন। আমার দৃষ্টিতে শিক্ষার্থীদের চিন্তাভাবনা জাতীয় প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমি বিশ্বাস করি, আজকের অতিথিরা আমাদের বিশ^বিদ্যালয়কে দেখে এর প্রতি আরও অনুক‚ল দৃষ্টিভঙ্গি পোষণ করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন বলেন, আমাদের শিক্ষার্থীদের সৃজনশীল আইডিয়াগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে আমরা আর্থিকভাবে সহযোগিতা করতে চাই। তবে সীমিত বাজেটের কারণে তা সবসময় সম্ভব হয় না। এ ক্ষেত্রে আমরা সরকারের সহযোগিতা প্রত্যাশা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, দেশের উন্নয়ন, মানসম্মত জীবনযাত্রা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আয়োজক বিশ্ববিদ্যালয় ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিযোগিতায় শাবিপ্রবি পর্বে প্রথম স্থান অর্জন করে টিম অরুণাভ, দ্বিতীয় স্থান টিম ক্যাপিটাল মিত্র এবং তৃতীয় স্থান টিম সুনাগরিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. আবু হায়াত মিঠু।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে শুরু হওয়া “জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫”-এর প্রতিপাদ্য “বাংলাদেশ ২.০: তারুণ্যের নেতৃত্বে আগামীর পথে”। এ উদ্যোগের লক্ষ্য তরুণদের রাষ্ট্রীয় নীতি প্রণয়নে সম্পৃক্ত করা এবং কার্যকর প্রস্তাবের মাধ্যমে তাদের ক্ষমতায়ন।