News and Events

শাবিপ্রবিতে উন্মুক্ত দাবা, ক্যারম ও টেবিল-টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Date : 02 Sep 2025

আজ ২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ, মঙ্গলবার দুপুর ১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর শারীরিক শিক্ষা দপ্তরে উন্মুক্ত দাবা, ক্যারম ও টেবিল-টেনিস (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

শারীরিক শিক্ষা দপ্তরের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ এছাক মিয়া।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ এছাক মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে খেলাধুলাকে আরও গুরুত্ব দিতে হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ বাড়াতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুস্থ, প্রাণবন্ত এবং উদ্দীপিত করে তোলে। একই সঙ্গে তাদের মধ্যে সহযোগিতার মনোভাবও গড়ে উঠে।


শারীরিক শিক্ষা দপ্তরের ডেপুটি পরিচালক ড. মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ-বিন-আম্বিয়া, ডেপুটি পরিচালক মেহের আরা বেগম, ডেপুটি পরিচালক মোঃ রাশিদুল হাসান প্রমুখ। এছাড়া প্রতিযোগিতায় দাবার বিচারকের দায়িত্বে ছিলেন দাবাড়ু মোঃ শাহজাহান কবীর এবং সনাতন জাহিদ। 


প্রতিযোগিতায় দাবায় চ্যাম্পিয়ন সৈকত রায়, রানার আপ সামিন ইয়াসার ইশমাম এবং তৃতীয় স্থান অর্জন করেন রাকিবুল ইসলাম, ক্যারমে (ছাত্র) চ্যাম্পিয়ন শফিকুল ইসলাম, রানার আপ মোঃ রাকিবুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন মিশকাতুল জান্নাত মেঘ, ক্যারমে (ছাত্রী) চ্যাম্পিয়ন শাহিদা আক্তার ইশা, রানার আপ রায়হান ফেরদৌস এবং তৃতীয় স্থান অর্জন করেন মোছাঃ জাহিমা আক্তার, টেবিল টেনিস (ছাত্র) চ্যাম্পিয়ন প্রশান্ত দাস, রানার আপ মোঃ বায়েজিদ এবং তৃতীয় স্থান অর্জন করেন দীপ্ত কুমার কুন্ডু, টেবিল টেনিস (ছাত্রী) চ্যাম্পিয়ন শাহিদা আক্তার ইশা, রানার আপ নওরিন রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেন রায়হান ফেরদৌস।