News and Events

ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের সাথে জার্মান সরকারের সমুদ্র বিষয়ক প্রতিনিধি ড. স্টিফেন গ্রোয়েনউড সাক্ষাৎ করেন।

Date : 25 Feb 2024

আজ ২৫ ফেব্রুয়ারি,২০২৪ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ বেলা ১১ টায় ভাইস চ্যান্সলরের কার্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের সাথে জার্মান সরকারের সমুদ্র বিষয়ক প্রতিনিধি ড. স্টিফেন গ্রোয়েনউড সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ভাইস চ্যান্সেলর শিক্ষা, গবেষণা এবং অবকাঠামো উন্নয়নে এ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রম তুলে ধরেন । এ সময় জার্মান সরকারের সমুদ্রবিষয়ক প্রতিনিধি সমুদ্র গবেষণায় জার্মান সরকারের উদ্যোগ সম্পর্কে ধারণা দেন এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন ওশেনোগ্রাফি বিভাগের বিভাগীয় প্রধান ড. সুব্রত সরকার।