News and Events

শাবিপ্রবিতে গবেষণাকর্মের পোস্টার প্রেজেন্টেশনের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Date : 31 Jul 2025

আজ ৩১ জুলাই, ২০২৫ তারিখ, বৃহস্পতিবার দুপুর ১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর নতুন সামাজিক বিজ্ঞান ভবনের গ্যালারি কক্ষে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গবেষণাকর্মের পোস্টার প্রেজেন্টেশন ও এর পুরস্কার প্রদান করা হয়। 


প্রথমবারের মতো সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও সমাজবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের পুরস্কার বিতরণ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম এবং  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন। 


প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, আজকের গবেষণাকর্মের পোস্টার প্রেজেন্টেশনগুলো ছিল অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক। আশা করি, আগামী দিনে গবেষণা ও উপস্থাপনার ধরণে আরও উন্নয়ন ও অগ্রগতি সাধিত হবে। বিশেষ করে সমাজবিজ্ঞান গবেষণায় সামাজিক ন্যায়বিচার, সততা, সমতা এবং মানবিক মূল্যবোধের বিষয়গুলোকে আরও অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন।


বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, পোস্টার প্রেজেন্টেশনগুলো দেখে মনে হয়েছে অংশগ্রহণকারীরা অত্যন্ত সৃজনশীল চিন্তা তুলে ধরেছেন। তাদের প্রেজেন্টেশনে যে আন্তরিকতা ও নিষ্ঠার প্রতিফলন পেয়েছি তা সত্যিই প্রশংসনীয়। আমি আশাবাদী ভবিষ্যতে তারা আরও উন্নত ও মানসম্পন্ন কাজ উপস্থাপন করবে। 


কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, সমাজবিজ্ঞান বিভাগ এবং অ্যালামনাইয়ের এই যৌথ উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষার্থীদের আরও গবেষণামুখী করে তুলবে। এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে মূল্যবান সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।


সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আল আমিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. শাহ মোঃ আতিকুল হক, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সিংগাপুরের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ সাইদুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ আব্দুল গণি, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ইকবাল আহমেদ চৌধুরী। 


এর আগে সকাল সাড়ে ৯টায় সমাজবিজ্ঞান বিভাগে পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। এতে বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৩০ জন শিক্ষার্থী তাদের গবেষণাকর্ম পোস্টার আকারে উপস্থাপন করেন। 


প্রেজেন্টেশনে প্রথম স্থান অর্জন করেন আকলিমাতুল জান্নাত ফাবিয়া, দ্বিতীয় স্থান অর্জন করেন আব্দুল্লাহ হারিস পাশা এবং   ৩য় স্থান অর্জন করেন যৌথভাবে নাজনীন সুলতানা, পরমা রহমান, সাদিয়া রহমান ও শাহ জালাল আহমেদ। অংশগ্রহণকারী সবাইকে সনদপত্র প্রদানের পাশাপাশি সেরা তিনটি প্রেজেন্টেশনকে পুরস্কৃত করা হয়।


এর আগে ভাইস চ্যান্সেলরসহ অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উপস্থাপিত পোস্টারগুলো পরিদর্শন করেন।