News and Events
শাবিপ্রবিতে 'জুলাই গণঅভ্যুত্থানে' সিলেটের প্রথম শহীদ রুদ্র সেনের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ
Date : 18 Jul 2025
আজ ১৮ জুলাই, ২০২৫ তারিখ, শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ 'জুলাই গণঅভ্যুত্থানে' সিলেটের প্রথম শহীদ রুদ্র সেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্মৃতিচারণ’ কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় মিনি অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে কালো ব্যাজ ধারণ এবং রুদ্র সেনকে নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটির নিজস্ব প্রযোজনায় নির্মিত ডকুমেন্টারিতে রুদ্রের শৈশব, বিশ্ববিদ্যালয় জীবন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ ও বীরত্বগাঁথার বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়।
ডকুমেন্টারি প্রদর্শনের পর স্মৃতিচারণ পর্বে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, রুদ্র সেনের আত্মত্যাগের আদর্শ আমাদের অনুপ্রেরণা দেয় একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে। আমরা ‘জুলাই বিপ্লবের’ চেতনা ধারণ করে রুদ্র সেনের স্মৃতি ও আদর্শকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তাঁর আদর্শকে সামনে রেখে আমরা একটি কল্যাণমুখী ও ন্যায্য সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
শিক্ষার্থীদের উদ্দেশে ভাইস চ্যান্সেলর বলেন, তোমরা ‘রুদ্র সেন সাতার ক্লাব’ প্রতিষ্ঠা করো, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্ছ পৃষ্ঠপোষকতা করবো। সাতার না জানা প্রতিটি শিক্ষার্থীকে সহযোগিতা করতে আমরা উৎসাহিত করবো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবো। এছাড়া রুদ্র সেনের স্মৃতিকে সম্মান জানিয়ে যে দৃষ্টিনন্দন লেকটি তৈরি করা হয়েছে, তার আরও উন্নয়ন পরিকল্পনায় আমরা কাজ করছি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম বলেন, আমরা সেই চেতনাকে ধারণ করি, যা আমাদের শহীদদের ত্যাগ, উদ্দেশ্য এবং রক্তের বিনিময়ে এ বাংলার মাটিকে পবিত্র করেছে। এই চেতনাকে সমুন্নত রাখাই আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, রুদ্র সেনের স্মৃতিকে ধরে রাখতে আমাদের একটি সামষ্টিক ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাঁর আদর্শ ও ত্যাগ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বিভাগীয় পর্যায়ে নিয়মিত প্রকাশনা ও স্কলারশিপ চালুর আহবান জানাই।
শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, শহীদ রুদ্র সেনসহ সকল শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। তাঁরা জীবনকে তুচ্ছ করে একটি বৈষম্যহীন, ন্যায্য ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। আমাদের দায়িত্ব তাঁদের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আখতার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ সালাতুল ইসলাম মজুমদার, শিক্ষার্থী পলাশ বখতিয়ার, ফয়সাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।
উল্লেখ্য, রুদ্র সেন ছিলেন সিইপি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। ২০২৪ সালের ১৮ জুলাই 'জুলাই গণঅভ্যুত্থানে' অংশগ্রহণকালে তিনি শহীদ হন।