News and Events

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে শাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Date : 16 Jul 2025

আজ ১৬ জুলাই ২০২৫ তারিখ, বুধবার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। 


দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, জুলাই মাস জাতির ইতিহাসে এক গৌরবময় ও বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। গণতন্ত্র ও নাগরিক অধিকারের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, তারা আমাদের অনুপ্রেরণার উৎস। তাদের আত্মত্যাগ যেন আমাদের ভবিষ্যত প্রজন্মকে প্রেরণা যোগায়। 


এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মতিউর রহমান। তিনি শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রæত আরোগ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন।