আজ ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ বেলা ১ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , সিলেটে ১ম ছাত্রী হলে এবং বেলা ১.৩০ টায় বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে ডিজিটাল এক্সেস সিস্টেমের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা চালু করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বদ্ধপরিকর। আমরা অল্প কিছু দিনের মধ্যেই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছি। আবাসিক হলগুলোতে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে আমরা ইতোমধ্যে কয়েকটি হলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কয়েকটি হলে চালু করেছি এবং অন্য হলগুলোতেও চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। মেয়েদের হলের সংস্কার কাজ সম্পন্নের জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের সবাই একটা পরিবার। পরিবারের যে কোন সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, ১ম ছাত্রী হলের প্রভোস্ট প্রফেসর ড. জায়েদা শারমিন, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক জোবায়দা কনক খান, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke