News and Events

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে শাবিপ্রবিতে কুরআন উপহার কর্মসূচি অনুষ্ঠিত

Date : 16 Jul 2025

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় শাহজালাল (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কুরআন উপহার কর্মসূচি অনুষ্ঠিত হয়। 


মঙ্গলবার, ১৬ জুলাই বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। 


প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, “এই অনুবাদিত কুরআন শিক্ষার্থীদের পড়তে ভালো লাগবে। এতে কুরআনের বাংলা অনুবাদ অত্যন্ত সহজভাবে উপস্থাপন করা হয়েছে, যা তরুণদের জন্য কুরআনের মূল বার্তা অনুধাবনে সহায়ক হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুরআন পড়তে আগ্রহী। আমি এই মহতী উদ্যোগের সার্বিক সাফল্য কামনা করি।”


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমী লন্ডনের সভাপতি ড. হাফিজ মনির উদ্দিন আহমেদ।


বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ নুরুন্নবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আহমদ মাহবুব ফেরদৌসী।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহজালাল (রহ.) স্মৃতি সংসদের সভাপতি আসিফুর রহমান। অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন বিতরণ করা হয়।