News and Events
জুলাই শহিদ দিবস উপলক্ষে শাবিপ্রবিতে ডকুমেন্টারি প্রদর্শন
Date : 16 Jul 2025
আজ ১৬ জুলাই ২০২৫ তারিখ, বুধবার জুলাই শহিদ দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ এক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।
প্রদর্শনীতে শাবিপ্রবিসহ সারাদেশে ‘জুলাই গণহত্যা’ ও এর পূর্ববর্তী ঘটনাপ্রবাহের উপর ভিত্তি করে বিভিন্ন ছবি, ভিডিও ডকুমেন্টারি ও আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ প্রদর্শন করা হয়।
ডকুমেন্টারি প্রদর্শনকালে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।