News and Events

শাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলরের সাথে স্পিকার্স ক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Date : 15 Jul 2025

আজ ১৫ জুলাই ২০২৫ তারিখ, মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিমের সাথে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চা বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সকাল সাড়ে ১১টায় প্রো-ভাইস চ্যান্সেলরের সাথে তাঁর কার্যালয়ে স্পিকার্স ক্লাব নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।


সাক্ষাৎকালে প্রো-ভাইস চ্যান্সেলর সংগঠনের নতুন কমিটির সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সার্বিক সফলতা কামনা করেন।  


এ সময় স্পিকার্স ক্লাবের নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।