News and Events
শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সাথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
Date : 09 Jul 2025
আজ বুধবার, ০৯ জুলাই ২০২৫, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিমের সাথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেন।
দুপুর ২টায় উপাচার্যের সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে জুলাই বিপ্লব, দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক ও অবকাঠামোগত অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অন্যদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তাঁর আশাবাদ ব্যক্ত করেন।