News and Events
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৫-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
Date : 18 Jun 2025
আজ বুধবার (১৮ জুন, ২০২৫) সকাল ৯ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৫-এর আঞ্চলিক পর্ব। প্রতিযোগিতার অংশ হিসেবে আরও আয়োজিত হয় আইসিটি কুইজ, দাবা প্রতিযোগিতা ও AI & Cyber Security সেমিনার।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, “এই ধরনের প্রোগ্রামের যথেষ্ট গুরুত্ব রয়েছে আমাদের শিক্ষার্থীদের জন্য। এটি তাদের প্রযুক্তি জ্ঞান ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আয়োজক সিএসই বিভাগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়ে বলেন, “এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পায়, যা তাদের ভবিষ্যৎ পথচলায় সহায়ক হবে।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোন, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার প্রসঙ্গে বলেন, “ফোন শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং তা যেন শিক্ষার সহায়ক মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়-এই মানসিকতা গড়ে তুলতে হবে।”
তিনি শিক্ষার্থীদের প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে উৎসাহিত করেন এবং ভবিষ্যৎমুখী শিক্ষার পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর উপসচিব মোহাম্মদ আমিনুল এহসান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিএসই বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ মাসুম এবং সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. ফরহাদ রাব্বি।
বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করে।
এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে তথ্যপ্রযুক্তি, যুক্তিবিদ্যা ও গণনাশক্তি বিকাশে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী সেমিনার শেষে প্রধান অতিথি প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন।