News and Events
শাবিপ্রবিতে "R Language Program for Interdisciplinary Data Analysis" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Date : 17 Jun 2025
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাস্ট রিসার্চ সেন্টারের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে “Workshop on R Language Program for Interdisciplinary Data Analysis” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. সাজেদুল করিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বিশ্বমানের গবেষণা নিশ্চিতে ‘আর’ ল্যাংগুয়েজ জানা ও এতে দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি। কারণ, এটি এমন একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যার সঠিক ব্যবহার ছাড়া গবেষণার মান বজায় রাখা সম্ভব নয়। সাস্ট রিসার্চ সেন্টার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে এই কর্মশালার আয়োজন করেছে, এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এ ধরনের সময়োপযোগী কর্মশালা আয়োজনে আমার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন।
কর্মশালার সভাপতিত্ব করেন সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন রিসার্চ সেন্টারের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।