News and Events
শাবিপ্রবিতে মৌলিক গবেষণা পদ্ধতির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
Date : 15 May 2025
আজ বৃহস্পতিবার (১৫ মে, ২০২৫) বিকাল সাড়ে ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্স সেন্টারের আয়োজনে মৌলিক গবেষণা পদ্ধতির সমাপনী রিসার্স সেন্টারের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, “আমি আশা করি আপনারা লেকচারগুলো উপভোগ করেছেন। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান গবেষণায় প্রয়োগ করতে হবে। ভবিষ্যতে গবেষণাপত্র লেখার মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “আমরা যুগের চাহিদা অনুযায়ী গবেষণায় গুরুত্ব দিচ্ছি। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা ডেটা বিশ্লেষণ ও গবেষণা রিপোর্ট লেখার কৌশল আয়ত্ত করতে পারবে, যা তাদের ভবিষ্যৎ গবেষণায় সহায়ক হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং যুগ্ম সচিব ড. সাদিয়া শারমিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. জাকির হোসেন। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৮০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।