News & Events

সাংবাদিকদের সাথে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের মতবিনিময়

Date : 02 Oct 2024

আজ বুধবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী তাঁর কার্যালয়ে শাবিপ্রবি প্রেসক্লাবের সাথে মতবিনিময় করেন । মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে ভাইস চ্যান্সেলর বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়কে পুনরুজ্জীবিত করার জন্য ইতিমধ্যে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ শুরু করেছি। শূন্য পদ দ্রুত পূরণ করা হবে। আমরা ছাত্রদের আবাসিক হলগুলি আবার চালু করার জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব একাডেমিক প্রোগ্রামগুলি পুনরায় শুরু করার জন্য কাজ করছি। তিনি আরো বলেন, দায়িত্ব গ্রহণের পর, আমি কয়েকটি আবাসিক হল এবং প্রশাসনিক ভবন পরিদর্শন করেছি, বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি যা সমাধান করা দরকার। শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোকে গবেষণা কেন্দ্রে রূপান্তর করাই আমার লক্ষ্য। এটি অর্জনের জন্য, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা অপরিহার্য। ক্যাম্পাসে সাধারণ মানুষদের সাথে যেন সম্মানজনক আচরণ করা হয় এবং কোন প্রকার হয়রানির সম্মুখীন না হয় । এছাড়াও, সাংবাদিকদের ধর্মীয় গ্রন্থ অন্বেষণ করতে উৎসাহিত করেন । সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেছেন ভাইস চ্যান্সেলর । এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র, সাধারণ সম্পাদক হাসান নাইমসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।