শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সাথে জনতা ব্যাংক পিএলসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
আজ বৃহস্পতিবার (২০ মার্চ, ২০২৫) দুপুর ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জনতা ব্যাংক পিএলসির প্রতিনিধিদল ।
ব্যাংক প্রতিনিধিদলের সদস্যদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভাইস চ্যান্সেলর মহোদয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের জন্য ব্যাংক সংশ্লিষ্ট সুবিধা চালুর জন্য আহবান জানান ।
এসময় ব্যাংক প্রতিনিধি দলের সদস্যরা একটি বাস ও একটি মাইক্রবাস বিশ্ববিদ্যালয়ে প্রদান করবেন
এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, পরিবহন প্রশাসক আ ফ ম জাকারিয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, হিসাব পরিচালক মো. সোহেল উদ্দিন আহম্মদ, জনতা ব্যাংকের জিএম ইনচার্জ লিটন রায় চৌধুরী, ডিজিএম দেবাশিস দেব, এ জি এম শুভাশিষ চক্রবর্তী, কুমারগাও শাখা ম্যানেজার সালমা খন্দকার, প্রিন্সিপাল অফিসার ফেরদৌস মিয়া, সিনিয়র অফিসার মো. সালাহ উদ্দিন।
Copyright © 2025