News and Events

শাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Date : 13 Mar 2025

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ, ২০২৫) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়।


ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। তিনি বলেন, "রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাস আমাদের নৈতিকতা, ধৈর্য ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। বিশ্ববিদ্যালয় পরিবারকে এক সুদৃঢ় বন্ধনে আবদ্ধ করতেই এই আয়োজন।"


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নিজাম উদ্দিন, শাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, শাবিপ্রবির ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, দপ্তর প্রধান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর এবং প্রভোস্টসহ শিক্ষক-কর্মকর্তারা।  


ইফতারের পূর্বে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের উন্নতি এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।