News and Events
সুবিধাবঞ্চিতদের মাঝে শাবিপ্রবির সঞ্চালনের ঈদবস্ত্র বিতরণ
Date : 13 Mar 2025
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালন প্রতিবছরের মতো এবারও দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ, ২০২৫) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ফুডকোর্টের সামনে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, " সঞ্চালনের এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার, আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাই। তারা শুধু ঈদবস্ত্র বিতরণই নয়, রক্তদানসহ নানা মানবিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে। আমাদের সব কাজই হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই অনুকরণীয়।"
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক আবুল কাশেম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মাহবুব হোসেন।
উল্লেখ্য ‘রক্তের প্রবাহে গড়ি আত্মার বন্ধন’ এই স্লোগানকে ধারণ করে ২০০৮ সালে একদল তরুনদের সাথে নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি।