News and Events

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের পরীক্ষার হল পরিদর্শনে শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর

Date : 13 Mar 2025

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ, ২০২৫) দুপুর ১২ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের পরীক্ষার হল পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন, মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. ইউনুস আলী এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মাহবুব হোসেন।

পরিদর্শক দল উক্ত প্রতিষ্ঠানে পৌঁছলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবেদ হোসেন এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা: এ. কে. এম. দাউদের নেতৃত্বে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকগণ তাদের স্বাগত জানান।