আজ ৭মার্চ ২০২৪, তারিখ বেলা ১১ টায় শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট -এ আর্কিটেকচার বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ডায়ালগ উয়িথ অপি করিম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যে কোন অবকাঠামো নির্মাণে যথাযথ মানের সাথে আপোষ করা হবে না। বিশ্ববিদ্যালয়ের অর্কিটেকচার বিভাগের অর্কিটেক্টদের পরামর্শ এবং দিক নির্দেশনা অনুসরন করেই সকল অবকাঠামো নির্মাণ করা হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, স্কুল অব এপ্লাইড সাইন্সেস এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মোহাম্মদ রেজা সেলিম এবং অর্কিটেকচার বিভাগের প্রথম বিভাগীয় প্রধান স্থপতি রেজোয়ান সোবহান। সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি অপি করিম। সেমিনারে সভাপতিত্ব করেন আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি ইফতেখার রহমান।
Copyright © 2024 SUST | Powered By Swapnoloke