News and Events

শিক্ষা উপদেষ্টার সাথে শাবিপ্রবির ভাইস চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ

Date : 06 Mar 2025

অন্তর্র্বতী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।


বৃহস্পতিবার (৬ মার্চ, ২০২৫) বিকাল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা উচ্চশিক্ষা, গবেষণা কার্যক্রমের সম্প্রসারণ এবং প্রযুক্তি-ভিত্তিক শিক্ষার প্রসারের বিষয়ে আলোচনা করেন।


শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, গবেষণা অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, শাবিপ্রবি সর্বদা গবেষণার উৎকর্ষতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি, সরকারের সহযোগিতায় দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এছাড়া মাননীয় ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টাকে ক্যাম্পাসে আমন্ত্রণ জানান।  


শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার শাবিপ্রবির বিভিন্ন অগ্রগতির প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষা উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এসময় ভাইস চ্যান্সেলর এর সচিব ড. এ এফ এম সালাউদ্দিন এবং মন্ত্রনালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।