News and Events

শাবিপ্রবিতে "রিসার্চ গ্রান্ট ফর উইমেন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Date : 05 Mar 2025

আজ মঙ্গলবার (০৫ মার্চ, ২০২৫) সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এর যৌথ উদ্যোগে "রিসার্চ গ্রান্ট ফর উইমেন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং-সি এর ৩১২ নম্বর কক্ষে আয়োজিত এই সেমিনারে "শৈশবের অপুষ্টির জন্য সিলেট বিভাগে ঝুঁকিপূর্ণ এলাকার মূল্যায়ন" প্রকল্পের গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়। 


সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, "শিশুদের অপুষ্টিজনিত সমস্যা সমাধানে এই গবেষণার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করবে।"


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন, বিভাগীয় পরিচালক ড. মো. আনিসুর রহমান এবং মূল বক্তা অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন। সেমিনারটির সভাপতিত্ব করেন গবেষণার প্রধান তদন্তকারী অধ্যাপক ড. মোসাম্মৎ কামরুন নেছা এবং সঞ্চালনা করেন সহ-প্রধান তদন্তকারী অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন।


গবেষণায় সিলেট বিভাগের ৪টি জেলার ৪১টি উপজেলার শিশুদের পুষ্টি পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ উপজেলা চিহ্নিত করা হয়েছে, যা নীতিনির্ধারকদের জন্য অপুষ্টি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে।


উল্লেখ্য, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে শিশুদের অপুষ্টিজনিত সমস্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে গবেষণার ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।