News and Events

শাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

Date : 25 Feb 2025

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৫) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের মূল দায়িত্ব শিক্ষা ও গবেষণা হলেও, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া ও সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ এই বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


তিনি আরও বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের মতো আমাদের বিশ্ববিদ্যালয়েও বছর শেষে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার পাশাপাশি তাদের সুস্থ দেহ ও মনের বিকাশে সহায়ক ভূমিকা রাখে। এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে যারা পরিশ্রম করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাই। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।"


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া। 


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। পুরো আয়োজনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল এবং শিক্ষার্থীরা ক্রীড়ার প্রতি তাদের আগ্রহ ও উদ্দীপনার বহিঃপ্রকাশ ঘটায়।